টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুড আপীল
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ কোভিড-১৯ মহামারির চলমান চ্যালেঞ্জের মধ্যে এই শীতে লোকজন যাতে ক্ষুধার্ত না থাকে, তা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।বারার অস্বচ্ছল অসহায় লোকজনকে খাদ্য সহায়তা দিতে মাসে ৫০০০ পাউন্ডের মতো ব্যয় নির্বাহের লক্ষ্য নিয়েই বারার ৩১টি ফুড ব্যাংকের পক্ষ থেকে এই আপীল করা হয়েছে। স্থানীয় অনেক খাবার সরবরাহকারী সংঠন চাহিদার নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করে আসছে এবং এখন এটি প্রায় সংকট পর্যায়ে পৌঁছেছে।
কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যাদের প্রয়োজন, তাদের কাছে আমরা ১৯০ টন খাবার পৌঁছে দিয়েছি এবং কাউন্সিলের রেসিডেন্টস সাপোর্ট স্কীমের মাধ্যমে প্রায় ৯ লাখ ৫০ হাজার পাউন্ড এখাতে ব্যয় করেছি। তারপরও এ বছরের প্রয়োজন অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বেশি।সংবাদ বিজ্ঞপ্তিতে, বারার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও কাউন্সিলের সকল অংশীদারদের প্রতি আবেদন জানিয়ে বলা হয় – আমাদের এই তহবিল সংগ্রহ অভিযানে সাড়া দিন এবং আর্থিক সহযোগিতা করুন। এর ফলে স্থানীয় ফুড ব্যাংকগুলোর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাদ্য সহায়তা সেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে।তাই,দয়া করে এই আপীলের প্রতি সংহতি দেখান এবং স্থানীয় কমিউনিটিগুলোকে সহায়তা দিতে আমাদের সাহায্য করুন।
দান করতে আগ্রহীরা www.spacehive.com/tower-hamlets-food-appeal – এই ওয়েবসাইটে গিয়ে অনুদান দিতে পারবেন।