টাঙ্গুয়ার হাওরে মুখোমুখি ধাক্কায় ডুবলো পর্যটকবাহী নৌকা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ২ হাউসবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘স্বপ্ন’ নামক একটি হাউসবোট পানিতে ডুবে গেছে। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ২৬ জুলাই বুধবার দুপুরে পর্যটকবাহী হাউসবোট ‘জলযাত্রা’ ও ‘স্বপ্ন’ নামক হাউসবোটের মধ্যে এ সংঘর্ষ ঘটে।তাহিরপুর থেকে সংবাদদাতা জানান, বুধবার দুপুরে টাঙ্গুয়ার হাওরে চলাচলের সময় স্বপ্ন নামের হাউসবোটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলযাত্রা হাউসবোটটিকে ধাক্কা দেয়। এতে স্বপ্ন হাউসবোটের তলা ফেটে পানিতে ডুবে যায় এবং জলযাত্রা হাউসবোটটি ক্ষতিগ্রস্ত হয়।নৌকার মাঝি জানে আলম জানু ও লিপসন মিয়া জানান, স্বপ্ন হাউসবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় হঠাৎ জলযাত্রা হাউসবোটটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় জলযাত্রা হাউসবোটে কোনে পর্যটক না থাকায় প্রাণহানি হয়নি।জলযাত্রা হাউসবোটের মালিক জুবায়ের আহমেদ বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। জানতে পেরেছি আমাদের হাউসবোটটি সোজাভাবে চলছিলো হঠাৎ স্বপ্ন হাউসবোটটি তাদের গলই ঘুরিয়ে আমাদের হাউসবোটের মাঝখানে ধাক্কা দেয়। তাদের হাউসবোটের গলুইয়ের আঘাতে আমাদের জানালা ভেঙ্গে রুমের ক্ষতি হয়েছে।তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

You might also like