টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ করোনার টিকা নিয়ে সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, টিকা নিয়ে বড় সুখবর আছে। আমরা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো।বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সুখবরের কথা জানান তিনি।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। টিকা নিয়ে বড় সুখবর আছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টিকা পাবো। যুক্তরাষ্ট্র থেকে আরো ৫০ লাখ টিকা আসবে।

তিনি বলেন, উন্নত একটি দেশ টিকা ব্যবহার করতে না পেরে ফেলে দিচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা বলে আসছি, টিকা পাবলিক গুড। কেউ এটা নষ্ট করতে পারে না। এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত।আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, আফগানিস্তান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত বলতে চাই না। তাহলে ফিরিয়ে আনার প্রক্রিয়া আটকে যাবে।ড. মোমেন বলেন, আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। আমরা সেখানে আটকেপড়া সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চাই। যেখানেই আমাদের দেশের নাগরিকরা আটকাপড়ে, সেখান থেকে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।তিনি বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

You might also like