ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি দুই গরু পাচারকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে হরিপুরের বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বাংলাদেশি কয়েকজন গরু পাচারকারী হরিপুরের বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের সীমান্তরক্ষী ১৪৬ ব্যাটালিয়নের সদস্যরা টের পেয়ে পাচারকারীদের ধাওয়া করে এবং এক পর্যায়ে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।এতে রবিউল (২০) ও নাজিম উদ্দিন (৪৫) নামে বাংলাদেশি দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং আহত অবস্থায় তারা সবাই দৌঁড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসে।এ অবস্থায় সহযোগীরা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় নাজিম উদ্দিনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।’

You might also like