ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু ৯৮

নিউজ ডেস্ক
সত্যবাণী

ডমিনিকান: ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর প্রখ্যাত জেট সেট নাইটক্লাবে মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে এক কনসার্ট চলাকালে ছাদ ধসে অন্তত ৯৮ জন নিহত এবং ১৬০ জন আহত হয়েছেন। কনসার্টে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন। খবর এপি।দেশটির জরুরি বিভাগের প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানান, এখনো ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। তিনি বলেন, আমরা কাজ বন্ধ করছি না। এখনো জীবিত কাউকে পাওয়ার আশায় খুঁজছি।নিহতদের মধ্যে ছিলেন মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ। তিনি ছাদ ধসের পর প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। তিনি হাসপাতালে মারা যান। সাবেক এমএলবি তারকা ওক্টাভিও ডোটেল (৫১) এবং টনি এনরিক ব্লাঙ্কো কাবরেরাও নিহত হয়েছেন।কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়লে সংগীতশিল্পী রুবি পেরেজের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে তাকে উদ্ধারের খবর ছড়িয়েছিল। পেরেজের ম্যানেজার জানান, সবকিছু খুব দ্রুত ঘটেছে। আমি কোনো এক কোণে লাফিয়ে পড়ে বেঁচে গেছি।কী কারণে ছাদ ধস ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। জেট সেট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্তে সহায়তা করছে।রাতভর ক্লাবের বাইরে স্বজনেরা জড়ো হন। কেউ গিটার বাজিয়ে প্রার্থনার সুর তোলে, কেউ চোখের জল মুছতে মুছতে প্রিয়জনের খোঁজ করে ফেরে।ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার ঘটনাস্থলে যান, উদ্ধারকর্মীদের কাজ তদারকি করেন এবং বলেন, আশা করছি, আমরা আরো জীবিত মানুষ উদ্ধার করতে পারব।এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

You might also like