ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুরুতেই শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান,পৌর সভার মেয়র নাদের বখত,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ,সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আদেীন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।