ডিসি সম্মেলন শুরু আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আজ রোববার থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, চার দিনের এই সম্মেলনে ৩০টি অধিবেশনে মোট ৩৫৬টি বিষয় নিয়ে আলোচনা হবে। এসব সেমিনার অনুষ্ঠিত হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।এতে সরকারের নীতি- নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচী ও আন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেয়া হবে। জেলা প্রশাসকগণ কর্মরত জেলার নানা সমস্যা ও তা সমাধানের কৌশল নিয়েও আলোচনা করবেন। জেলা প্রশাসকরা তৃণমূলে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভূমিতা রাখবেন বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, গেল বছর সম্মেলনে মোট ২১২টি স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। তার মধ্যে এক বছর মেয়াদী পরিকল্পনা ৮৯ শতাংশ, তিন বছর মেয়াদী পরিকল্পনা ৫৯ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের হার ৪৫ শতাংশ বলে জানান তিনি।

You might also like