ডিসেম্বরে আসছে ভারতীয় ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল সিরিজ খেলে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কেটে গেছে সাত বছর। এ সময়ে ভারতের সঙ্গে আর কোনও সিরিজ খেলার সুযোগ হয় টিম টাইগার্সের। আবার খেলার সুযোগ তৈরি হয়েছে। এফটিপি সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রাখবে ভারত। আগামী ডিসেম্বরে এই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।
সফর শুরু হবে ওয়ানডে দিয়ে। তিনটি ওয়ানডেই খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবারই ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জয় করে টাইগাররা। ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। মোস্তাফিজের দুর্ধরষ বোলিংয়ে তছনছ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। একই সঙ্গে একমাত্র টেস্টের সিরিজটি হয়েছিল ড্র।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ভারত-বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দীতা এখন দু’দেশের মধ্যে বেশ উত্তেজনাকর একটি সিরিজ। তিনি বলেন, সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছে দুদেশের ক্রিকেটপ্রেমীদেরকে। এ কারণে দুই দেশের সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, দুদেশের ক্রিকেটীয় লড়াই দেখার জন্য।