ডেঙ্গু প্রতিরোধে সিলেটে মসজিদে মসজিদে সতর্কবার্তা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে ব্যাপক প্রচারণা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী একমাস এ প্রচারণা চলবে।এমনকি মসজিদে মসজিদেও সতর্কবার্তা প্রচারিত হবে।১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল উপজেলা,পৌরসভা ও ইউনিয়নেও সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।এ সময় জেলা প্রশাসক ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ১৩ আগস্ট রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার প্রত্যেকটি  উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে একযোগে সকল দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহবান জানানো হয়।এছাড়া আগামী ১ মাস মসজিদে জোহর ও এশার আযানের আগে এবং জুম’আর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারেরও সিদ্ধান্ত নেয়া হয়।স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার মেয়রবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, চেম্বার সভাপতি, ক্যাব সিলেট,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা আনসার কমান্ডেন্টের প্রতিনিধি, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

You might also like