ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকীতে জেলা যুবলীগের মিলাদ মাহফিল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট ব্যুরো: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা যুবলীগের উদ্যোগে সোমবার (৯ মে) বাদ যোহর সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মিলাদ মাহফিল শেষে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্ট নিহত সকলের রুহের মাগফেরাত এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে জেলা যুুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৬৭ বছর বয়সে তিনি ২০০৯ সালের ৯মে ইন্তেকাল করেন। মৃত্যুর পর তাঁর শেষইচ্ছে অনুযায়ী নিজ গ্রামের বাড়ির কবরস্তানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

You might also like