ঢাকায় ইউরোপীয়ান ডেলেগশনের সামনে প্রথম দিনেই গণহত্যার প্রমাণের স্তুপ

ঢাকা করেসপন্ডেন্ট
সত্যবাণী

ঢাকা: ঢাকায় ইউরোপীয়ান ডেলেগশন মিশন তাদের প্রথম দিনের সাক্ষাতকালে ১৯৭১ সালের গণহত্যার প্রমাণের স্তুপ পেয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিহতদের পরিবার, এমপি অরোমা দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজের অধ্যাপকের সাথে কথা বলেছেন ইউরোপীয়ান ডেলিগেশন মিশনের প্রতিনিধি দল নেতৃবৃন্দ।

ইউরোপীয়ান ডেলেগশন মিশনের প্রতিনিধি দল শুনেছেন, কোন আইনের ভিত্তিতে সন্দেহভাজন এবং সহযোগীদের বিচার করা হয়, এবং কীভাবে তদন্ত করা হয়। তদন্ত এখনও সম্ভব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিচালকদের মতে, অপরাধীরা ধরে নিয়েছিল যে তাদের অপরাধের বিচার হবে না। আমরা যে লাইব্রেরিতে গিয়েছিলাম, সেখানে পাওয়া প্রমাণের স্তুপ এবং সাক্ষীর বক্তব্য অবশ্যই ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতে অবদান রাখবে।

বাংলাদেশে একাত্তরে গণহত্যার শিকারদের স্বজনরা ইউরোপীয়ান ডেলেগশ মিশনের প্রতিনিধি দলের কাছে —নৃশংসতার গল্প বলেছেন, বলেছেন তাদের দীর্ঘ কান্নার ইতিহাস।

প্রতিনিধি দল জানিয়েছে তাঁরা পাঁচটি সাক্ষ্য নিয়ে একটি পুস্তিকা তৈরি করবে এবং ইংরেজি ও ডাচ উভয় ভাষায় তা প্রকাশ করবে। তারা বলেন,
ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে ব্যক্তিগত গল্পগুলি আরও ছড়িয়ে দেওয়া দরকার।

You might also like