ঢাকার কোন কোন এলাকায় ইন্টারনেট ফিরতে শুরু করেছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ঢাকার কোন কোন এলাকায় ইন্টারনেট ফিরতে শুরু করেছে, তবে ইন্টারনেটের গতি অনেক ধীর।

মঙ্গলবার রাত ৮টার পর থেকেই বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড সংযোগগুলো চালু হতে শুরু করে।

দুটি আইএসপি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তারা সার্ভিস চালুর প্রস্তুতি নিচ্ছেন। রাত ১০টা/১১টা নাগাদ পুরোপুরি ইন্টারনেট সেবা চালু করতে পারবেন বলে আশা করছেন।

বনশ্রী এলাকার বাসিন্দা শুভাশীষ দে বিবিসি বাংলাকে বলেছেন, রাত আটটার পর থেকে ইন্টারনেট পাওয়া যাচ্ছে। তবে অনেক ধীরগতি রয়েছে।

মঙ্গলবার বিকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিল, রাত থেকেই সীমিত আকারে ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে।

সূত্র: বিবিসি বাংলা

You might also like