ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চীন থেকে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরো ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে।মঙ্গলবার (১০ আগস্ট) চীনা দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এছাড়া ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি একটি ভিডিওসহ ওই পোস্টে লিখেন,সকাল ৫টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) বেইজিং থেকে টিকা বহনকারী একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে এবং সকালে এটি ঢাকায় পৌঁছাবে।’তবে, ফ্লাইটটি আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে বিমান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা আসছে চীন থেকে। এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

You might also like