ঢাকার বাইরে যাওয়াদের সংসদে প্রবেশ বারণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দীর্ঘদিন সংসদ সচিবালয় খুললেও সেখানে এই ঈদে ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের যেতে বারণ করা হয়েছে। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর তাদের সংসদে অফিস করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

রোববার সকালে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে মাইকিং করে এই নির্দেশ জানানো হয়। জানা যায়, এই ঈদে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে যাওয়া সংক্রান্ত সরকারের ঘোষণার পর অনেকেই নিজ গাড়ি ছাড়াও ভাড়া গাড়িতে ঢাকার বাইরে গেছেন। এজন্য সংসদ সচিবালয় থেকে এই নির্দেশ দেয়া হয়।রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও বসবাসকারী সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সংসদ এলাকায় বসবাসবাসকারী সচিব/যুগ্ম-সচিব, হোস্টেলে বসবাসরতদেরও এই নির্দেশ দেয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, রোববার সকাল ৭টায় মসজিদ থেকে এই ঘোষণা দেয়া হয়। এরপর ঢাকার বাইরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা সপরিবারে হোম কোয়ারেন্টিনে যান।

You might also like