ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও সরকারকে এমসিসিআই’র অভিনন্দন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমসিসিআই জানায়, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ডিইই সরকারি-বেসরকারি অংশিদারিত্বের মাধ্যমে নির্মিত বাংলাদেশের প্রথম বৃহৎ অবকাঠামো প্রকল্পে পরিণত হয়েছে। ঢাকার পরিবহন নেটওয়ার্ক বাড়ানোর মাধ্যমে ডিইই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধি করবে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ চালু করা হয়েছে এমসিসিআই দেশের অবকাঠামো উন্নয়নে সরকারের অবিচল অঙ্গীকার এবং এই প্রকল্প বাস্তবায়নে তাদের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকাকে আরও সমৃদ্ধ ও বাসযোগ্য মেগাসিটিতে পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে এমসিসিআই’র বিশ্বাস।প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির উচ্চপর্যায়ে এগিয়ে যাচ্ছে এবং এমসিসিআই এই অসাধারণ অর্জনের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত বলে এতে উল্লেখ করা হয়।

You might also like