ঢাকা কলেজ বন্ধ ঘোষণায় সাবেক ছাত্রনেতাদের উদ্বেগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের পর শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণায়উদ্বেগ প্রকাশ করেছেন স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতারা।মঙ্গলবার এক বিবৃতিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট, চাঁদনিচকসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সাথে লাগাতার সংঘাত, সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ এই এলাকার শিক্ষার্থীদের অতীত ঐতিহ্য ও জাতীয় অগ্রযাত্রায় ভূমিকা সবাই একবাক্যে স্বীকার করেন। মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে এই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ যুগে যুগে ইতিহাসের ঐতিহ্য হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।‘‘দুর্ভাগ্যজনক হলো ইতোপূর্বে বিভিন্ন সময়ে এই অঞ্চলের ব্যবসায়ীদের সাথে ছাত্রদের নানান বিষয়ে মতবিভেদ নানান অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলেও তা উভয়ের নেতৃস্থানীয়দের আন্তরিকতায় দ্রুত সময়ে সমঝোতা ও সহবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অত্যন্ত পরিতাপের বিষয় গতকাল রাত থেকে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাবলী দেশবাসীর সাথে আমাদেরও উদ্বিগ্ন করেছে। আমরা মনেকরি উপরোক্ত বিষয়ে প্রশাসনের সঠিক সময়ে হস্তক্ষেপ না করা পরিস্থিতিকে জটিল করেছে। প্রশাসন আরো দ্রুত সতর্ক পদক্ষেপ নিলে ঘটনা এতোদূর নাও গড়াতে পারতো। আমরা উভয় পক্ষের সমস্যাবলী অসন্তোষ নিরসনে দ্রুত আলাপ আলোচনা করে সমাধান করার দাবি জানাচ্ছি এবং প্রশাসনকে আরো সতর্কতার সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও পরিস্থিতি শিথিল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাকরি।’’বিবৃতিতে স্বাক্ষর করেন, নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, মুখলেছউদ্দিন শাহীন, হারুন মাহমুদ, রাজু আহমেদ, সিরাজুমমূনীর রেজাউল করিম শিল্পী, সালেহ আহমেদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ।