ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ মহিলা নিহত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ মহিলা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে। ২৬ মে শুক্রবার দিনগত রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
বাহুবল থেকে সংবাদদাতা জানান, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌছুলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ৩ মহিলা যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম খান। তিনি জানান, নিহত মহিলাদের মরদেহ জেলা সদরে আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

You might also like