তমজিদ আলী হত্যা মামলায় সিলেটে ৪ জনের মৃত্যুদন্ড

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তমজিদ আলী হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে আরও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ২২ বছর পর সোমবার এই মামলার রায় ঘোষণা করা হয়।
২৪ জুলাই সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম।তিনি জানান, ২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে আসামিরা তমজিদ আলীকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহ অতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

You might also like