তাইজুলের বোলিং নৈপুন্যে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুন্যে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় পাাকিস্তান। ফলে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। ১১৭ রানে ৭ উইকেট নেন তাইজুল।বিনা উইকেটে ১৪৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলো পাকিস্তান।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তাইজুল। আব্দুল্লাহ শফিককে ৫২ ও আজহার আলিকে খালি হাতে ফেরান তাইজুল। এরপর ফাওয়াদ আলমকেও শিকার করেন তিনি।

পরবর্তীতে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করা আবিদ আলিকে ১৩৩ রানে আউট করেন তাইজুল। ৯৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন আবিদ।এরপর ফাহিম আশরাফকে ৩৮, হাসান আলিকে ১২ ও নোমান আলিকে ৮ রানে শিকার করেন তাইজুল। ৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে নবমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তাইজুল।তাইজুল ছাড়াও বাংলাদেশের পক্ষে উইকেট শিকারের তালিকায় নাম তুলেছেন এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ। এবাদত ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

You might also like