তামাবিল স্থলবন্দরে সীমা লঙ্ঘন করেছে ভারতীয় ট্রাক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশ সীমান্তে ঢোকার পর ৭৫০ মিটার পর্যন্ত চলাচল করতে পারে। নির্ধারিত ওই সীমানার মধ্যে পণ্য ওঠানো-নামানোর নিয়ম। তবে দেশের কিছু ব্যবসায়ী এসব ট্রাক সুবিধামতো স্থানে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ।এ বিষয়ে ব্যবস্থা নিতে বন্দরের উপ-কমিশনার বরাবর চিঠি দিয়েছেন সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে বিজিবি-৪৮ অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে।অভিযোগে উল্লেখ করা হয়, নির্ধারিত সীমানার বাইরে ট্রাক নিতে আমদানিকারক ব্যবসায়ীদের একাধিকবার নিষেধ করেছে সংগঠনটি। তবে কিছু ব্যবসায়ী তা মানছেন না। এ কারণে যে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার আমদানিকারক গ্রুপ বহন করবে না।স্থল বন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টমস বিভাগ বিষয়টি দেখছে।তামাবিল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৬-৭ শ’ ট্রাক পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে দিনে সরকারের রাজস্ব আয় আসে ৫০ লাখ টাকারও বেশি।