তাহিরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মামলার গ্রেফতারী পরোয়ানা এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম,মো. আবুল কালাম আজাদ।সে উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড়ের শাহিদাবাদ গ্রামের কিতাব আলীর ছেলে।বুধবার ভোরে তাহিরপুর থানার এসআই মনিতোষ পালের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট মহানগরের ধোপাদিঘীর পাড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদকে গ্রেফতার করে।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান,২০১৭ সালে সিলেট জেলা ও যুগ্ন মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক প্রতারণামুলক অর্থ আত্বসাৎ’র একটি (সি/আর) মামলায় আবুল কালাম আজাদকে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড’র পাশাপাশী একই মামলায় ৪ লাখ টাকা অর্থদন্ড’র রায় প্রদান করেন।ওই মামলার রায় প্রদানের বহু পুর্ব হতেই সে পলাতক ছিল।এছাড়াও সিলেট কোতয়ালী ও সুনামগঞ্জ সদর মডেল থানার পৃথক দুটি জি/আর মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামী ছিলেন আবুল কালাম আজাদ।