তাহিরপুরে কাষ্টমস থেকে ভারতীয় বিড়ির চালান ছিনিয়ে নিয়েছে কালোবাজারী চক্র

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুরে কাষ্টমসের উপর হামলার চেষ্টা চালিয়ে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ির চালান ফের ছিনিয়ে নিয়েছে কালোবাজারী চক্র। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় জিডি (সাধারন ডায়েরি) করা হয়েছে।কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের পক্ষ হতে তাহিরপুরের পুরানখালাস গ্রামের মৃত লাল মিয়ার ছেলে কালোবাজারী ও বিড়ি ছিনিয়ে নেয়ার ঘটনার মূল হোতা ইসলাম উদ্দিনের নামমউল্যেখ করে অজ্ঞাত নামা শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে জিডি করা হয়।

শুক্রবার রাতে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের দায়িত্বশীল সুত্র জানায়, নকল ব্যান্ড রোল যুক্ত ৪ লাখ শলাকা দয়াল বিড়ির একটি চালান সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে ৬ সদস্যের টিম তাহিরপুরের শ্রীপুর বাজার নৌকা ঘাট হতে আটক করেন বৃহস্পতিবার দুপুরের দিকে।এরপর ওই চালানাটি নিয়ে ফেরার পথে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার ও বিজিবি ক্যাম্প’র নিকটে কালোবাজারী চক্রের সদস্যরা কাস্টমস টিমের সদস্যদের উপর হামলার চেষ্টা চালিয়ে ১ লাখ ৬০ হাজার শলঅকা বিড়ি ফের ছিনিয়ে নিয়ে চলে যায়।তাৎক্ষণিকভাবে হামলাকারীদের হাত হতে আত্বরক্ষায় কাষ্টমস টিমের সদস্যরা ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির বালিয়াঘাট বিওপিতে আশ্রয় নেন।শুক্রবার রাতে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত থানায় জিডি করা হলেও কাষ্টমনের টিমের সদস্যদের উপর হামলার চেষ্টা, সরকারী কাজে বাধা দান ,ছিনিয়ে নেয়া বিড়ি উদ্যার ও নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি বাজারজাত করনে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

You might also like