তাহিরপুরে গ্রামপুলিশকে হত্যা, ঘাতক গ্রেপ্তার র্যাবের সংবাদ সম্মেলন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর পাঁচ হাজার টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে বাধা দেয়ার কারণে ছুরিকাঘাতে হত্যা করা হয় গ্রাম পুলিশ সংবাদ সম্মেলনে জানান সুনামগঞ্জ র্যাব ক্যাম্প সিপিসি ৩ এর অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ।শনিবার দুপুর ২টায় শহরের মল্লিকপুর এলাকায় র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬ মে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনার পরপর ই র্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র্যাবের গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস খুনের মোটিভ বের হয়ে আসে। এঘটনায় আজ ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র্যাব। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।