তাহিরপুরে চুরি করতে বাঁধা দেওয়া’য় ছুরিকাঘাতে এক গ্রাম পুলিশ নিহত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুরি করতে বাঁধা দেওয়ায় চোরদের ছুরিকাঘাতে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। নিহতের নাম মো. আব্দুর রউফ(৩৫)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামের মৃত. আব্দুর রশীদের ছেলে।
বৃহস্পতিবার দিনদুপুরে চুরির ঘটনার সময় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।নিহত আব্দুর রউফ চার শিশুসন্তানের জনক এবং তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বোরোখাড়া গ্রামের বাসিন্দা শব্দর আলী জানান, বৃহস্পতিবার দিনে উপজেলার বোরোখাড়ার নিজ বাড়ির বারান্দায় আব্দুর রউফ শুয়ে ছিলেন। এ সময় ২-৩ জনের সংঘবদ্ধ একটি চোরের দল তার নিজ ঘরে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করার চেষ্টা করে।বিষয়টি গ্রাম পুলিশ দেখতে পেয়ে চিৎকার করে ধাওয়া করে চোরদের। এসময় চোর’রা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের আঘাত করে বাড়ির সংলগ্ন কাঁচা সড়কের পাশে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like