তাহিরপুরে নির্যাতিত সাংবাদিক কামালের শয্যাপাশে বিএমএসএফ নেতৃবৃন্দ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুরে নির্যাতনের শিকার চিকিৎসাধীন সাংবাদিক কামাল হোসেন রাফিকে দেখতে আসেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কামাল হোসেন রাফির শয্যাপাশে পৌছে তার পরিবার ও তাকে সান্তনা প্রদান করেন।প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর,সহ-সভাপতি সাইদুর রহমান রিমন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ,এনামুল কবির সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, কবির নেওয়াজ, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গী চৌধুরী,ঢাকা মহানগর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার পিন্টু, জেলা আহবায়ক ফরিদ হোসেন, ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, সিলেটের দৈনিক উত্তরপূর্ব’র নিজস্ব প্রতিবেদক বাপ্পা মৈত্র প্রমুখ।সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসীদের লোমহর্ষক নির্যাতনের পুরো ঘটনার বর্ণনা শোনেন আহত সাংবাদিক কামাল হোসেন রাফির মুখ থেকে। পরে সাংবাদিক নেতৃবৃন্দ কামাল হোসেনের পরিবার ও তাকে সান্তনা প্রদান করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
উল্লেখ্য,পহেলা ফেব্রুয়ারি তাহিরপুরে যাদুকাটা নদীতীরে অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক কামাল হোসেন রাফিকে প্রকাশ্যে গাছের সাথে বেঁধে নির্যাতন করে বালু সন্ত্রাসীরা। এ ঘটনায় সারাদেশের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত বিবরণ জানতে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহন করে কামালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে পুলিশ সুপার মিজানুর রহমান অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার আশ্বাস দেন।একই ঘটনায় সংশ্লিতার অভিযোগে বাধাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহমুদুলকে তাৎক্ষনিক প্রত্যাহারের নির্দেশ দেন।