তাহিরপুরে মেছোবাঘকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছেন এলাকাবাসী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে কুচ দিয়ে ঘাঁ মেরে ও পিটিয়ে হত্যা করে পার্শ্ববর্তী নদীতে ফেলে দিয়েছেন এলাকাবাসী। মেছোবাঘটির দৈর্ঘ্য তিনফুট ও প্রস্থ দুই ফুটের বেশি।মঙ্গলবার (০৮জুন) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।খোজ নিয়ে জানা যায়,গত এক সপ্তাহ যাবৎ তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে গোলাবাড়ি গ্রামে একটি বাঘ আছে বলে চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ফলে হাওর পাড়ের শিশুরা মেছোবাঘের আক্রমনের ভয়ে ঘর থেকে বের হতে পারত না।

এই কারনে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে গতকাল মঙ্গলবার বিকেলে কুড়াল, কুচ, লাঠি নিয়ে মেছোবাঘটিকে খোঁজতে থাকেন এলাকবাসী এক পর্যায়ে সন্ধ্যার দিকে গোলাবাড়ি গ্রামের একটি হাওরে বাঘটিকে দেখা মাত্র প্রথমে মাছ মারার কুচ দিয়ে ঘাঁ মেরে আহত করে আটক করে পরে কুড়াল,লাঠি দিয়ে মাথায় ও বুকে আঘাত করে পিটিয়ে হত্যা করা হয়। এ মেছোবাঘ হত্যার পর আনন্দ উল্লাসের মিছিল বের করা হয়।মেছোবাঘ মারার ভিডিও ও আনন্দ উল্লাসের মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লেও এ পর্যন্ত কিছু জানতে পারেনি বনবিভাগ।পরে নিহত মেছো বাঘকে নদীতে ফেলে দিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসী।এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক,এ ব্যাপারে বনবিভাগকে অবগত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You might also like