তাহিরপুর প্রেসক্লাবের সভাপতির উপর হামলার ঘটনায় মানববন্ধন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবকন্ঠ ও সিলেটের ডাক প্রতিনিধি সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিনের নির্দেশনায় পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুর ২ টায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরিক সমাজের আয়োজনে সদর পশ্চিম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, আহমেদ কবির, শামসুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন তালুকদার আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ ।প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন তাহিরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর পরিকল্পিত হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করে উপজেলা যুবলীগের আহবায়ক র্দূনীতিবাজ হাফিজ উদ্দিন ও তার ভাতিজা মাদকাসক্ত আবুল বাশার। ওরা যুবলীগের নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম করে গেলে তাদের ভয়ে কেহ কথা বলতে পারে না। এই যুবলীগ নেতার নানান অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হাফিজ উদ্দিন প্রতিশোধ নিতেই মূলত এই প্রবীন সাংবাদিকের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হাফিজ উদ্দিনের মতো র্দূনীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীকে সংগঠন থেকে বহিস্কারের পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান সাংবাদিক নেতারা। অন্যতায় সাংবাদিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন তারা।