তিনটি ওয়ার্ডে বাস্তবায়িত হবে এ প্রকল্প বিস্তৃত হবে অন্যান্য ওয়ার্ডেও-মেয়র আরিফ নগরীতে নবজাতকের জন্মনিবন্ধন পরিষেবা কর্মসূচি চালু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর তিনটি ওয়ার্ডে দুই মাসব্যাপী গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা, ইপিআই এবং নবজাতকের জন্মনিবন্ধন পরিষেবা কর্মসূচি চালু হচ্ছে। প্রাথমিকভাবে সিসিকের ৫, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডে ‘মডেল’ এ কর্মসূচি চালু হবে। কর্মসূচির আওতায় গর্ভবর্তী মহিলা ও সদ্যপ্রসূতি মায়েদের কাউন্সেলিং করা হবে।সিসিক-এর উদ্যোগে এবং ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। রোববার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ ডা. উমামা বিনতে সালেহ জানান, এই জনস্বাস্থ্য কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, মায়েদের রক্তচাপ ও ওজন পরিমাপ করা,নবজাতকের ওজন পরিমাপ করা, গর্ভবতী মায়েদের আয়রন-ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ ও টিটি টিকা দেয়া, ৬ সপ্তাহ বয়সী শিশুর ইপিআই টিকা দেয়া, মা ও শিশুর পুষ্টি, পেরিনেটাল ডিপ্রেশন/মায়েদের মানসিক স্বাস্থ্য এবং প্রসবপূর্ণ ও প্রসবোত্তর সেবা সংক্রান্ত বিষয়ে কাউন্সেলিং করা এবং ৪৫ দিনের কমবয়সী শিশুদের জন্মনিবন্ধন করে দেয়া।তিনি জানান, মহানগরী এলাকায় ৫ বছরে মাত্র ৭১৪৩টি নবজাতকের জন্মনিবন্ধন হয়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জন্মের ৪৫ দিনের মধ্যে এসব শিশুর জন্মনিবন্ধন হয়।তিনি জানান, নতুন এই কর্মসূচি অভিভাবকদের সংবেদনশীল করার ব্যাপারে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। ৩ ওয়ার্ডে এই কর্মসূচির মডেল অনুযায়ী পরবর্তীতে অন্য ওয়ার্ডে এ অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
কর্মসূচি উদ্বোধন
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ ডা. উমামা বিনতে সালেহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, ইউএসসিডিসি এবং সেফটি নেট-এর কান্ট্রি হেড লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ হাসান আব্দুল্লাহ, সিসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ১৭ নম্বর ওয়াড কাউন্সিলর রাশেদ আহমদ ও ১৯ নম্বর ওয়াড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ডা: উজ্জ্বল কুমার রায় প্রমুখ।মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মাতৃ মৃত্যু ও শিশুমৃত্যুরোধে কাউন্সেলিংয়ের কোন বিকল্প নেই। সিসিক এলাকায় এ প্রকল্প গ্রহণ করায় সংশ্লিষ্টদের স্বাগত জানিয়ে তিনি বলেন, এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। এ তিন ওয়ার্ডের সাফল্য অন্যান্য ওয়ার্ডেও বিস্তৃত হবে বলে মন্তব্য করেন তিনি

You might also like