তীব্র যানজটের কবলে নগরির মদিনা মার্কেট এলাকা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির মদিনা মার্কেট এলাকায় যানজট প্রকট আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় এই এলাকায় যানজট লেগে থাকে। যত্রতত্র পার্কিং, ট্রাফিক আইন না মানা, ভাঙা রাস্তা, সব মিলিয়ে ব্যস্ততম এই এলাকার রাস্তা ব্যবহারকারীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। যার ফলে নষ্ট হচ্ছে সময়, ক্ষতি হচ্ছে যানবাহনের।
আমাদের নগর প্রতিনিধি জানান, রাস্তার পাশে অবৈধ দোকানপাটের কারণে সবসময় এই এলাকায় যানজট লেগে থাকে। ফলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। স্থানীয়রা এর থেকে মুক্তি চায়।সিএনজি চালক শফিক মিয়া জানান, বর্তমানে মদিনা মার্কেট এলাকায় যে যানজট সৃষ্টি হয় তা নগরির ব্যস্ততম জিন্দাবাজারেও হয় না। এর মূল কারণ হচ্ছে মদিনা মার্কেট এলাকার সব রাস্তা-ই ভাঙা। ফলে প্রায়ই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়। এছাড়া রাস্তার পাশে রয়েছে অবৈধ সব দোকানপাট। সবজি ক্রয় করতে আসা গৃহবধু আফছানা বেগম জানান, সবসময় এখানে যানজট লেগে থাকে, মহিলাদের বাজার করতে এসে নানান রকম বিপদে পড়তে হয়।সবজি বিক্রেতা মুন্না জানান, আমাদের কারণে যানজট লাগে না। সিএনজি বা বিভিন্ন রকমের গাড়ি রাস্তায় পার্কিং করে রাখে। আবার অনেকে রাস্তার মাঝখানে যাত্রী উঠানামা করে। ফলে যানজট সৃষ্টি হয়। মদিনা মার্কেট বাজার কমিটির সহ-সভাপতি জুবেল আহমদ বলেন, মদিনা মার্কেট এলাকায় যানজটের মূল কারণ হচ্ছে গাড়ি যেখানে-সেখানে পার্কিং করে যাত্রী উঠানামা করা। দিনের বেশিরভাগ সময় এই এলাকায় যানজট লেগে থাকায় ব্যবসায় ক্ষতি হচ্ছে। মদিনা মার্কেট এলাকাকে যানজট মুক্ত করতে বুধবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

You might also like