তীরে আনা হয়েছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চকে

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে।বর্তমানে ডুবুরিরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাচ্ছে।সোমবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র দূরন্ত জাহাজ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে।বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক বলেন,ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে আনা হয়েছে।ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম সুমন বলেন,সকালে আর কোনও লাশ উদ্ধার হয়নি।আমরা এখন লঞ্চটির পজিশন খতিয়ে দেখছি।কেমন অবস্থায় রয়েছে।তারপর এটিকে উল্টে ঠিক করা হবে।

প্রসঙ্গত,সোমবার (২৯ জুন) বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে।লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে।তবে স্থানীয়দের দাবি, লঞ্চে শতাধিক যাত্রী ছিল।দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে।এখন পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।আরও অনেকে এখনও নিখোঁজ আছে।লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

You might also like