তৃণমূল পর্যায়ের দারিদ্র পীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে আত্মতৃপ্তি আছে: বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক এডভোকেট

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট থেকেঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ডেপুটি সাংগঠনিক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এডভোকেট বলেছেন, তৃণমূল পর্যায়ের দারিদ্র পীড়িত মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, আর কোন সামাজিক কর্মকান্ডে এতো প্রশান্তি মিলে না। এ লক্ষ্যে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট যে কর্মকান্ড পরিচালিত করছে, তা প্রশংসনীয়। এই ধারাবাহিকতাকে এগিয়ে নিতে হবে। প্রসারিত করতে হবে সাংগঠনিক পরিসর।গত (২৫ নভেম্বর) শুক্রবার রাতে নগরির স্টেশন রোডের একটি রেস্টুরেন্টে গণমানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র নবগঠিত নির্বাহী কমিটির শপথগ্রহণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সংস্থার সভাপতি আবদুল মালেক তালুকদারের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক রকিব হাসানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্স লিপন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র স্টাফ হাজী মোঃ খলিলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান মাস্টার ও ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি শাহ আলম জুনেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জাভেদ আমিন সেলিম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক রহমত আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক জমির আলী বেপারী। সংস্থার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোবারক হোসেন হিরা, শাহজাহান মিয়া, কাওছার আহমদ, হাজী জাহাঙ্গীর হোসেন, রিপন মোল্লা, মোঃ সেলিম, শেখ ছানাউল্লাহ, শাহজাহান ভূঁইয়া, আব্দুল হালিম, ফাহিম আহমদ, আমিনুল ইসলাম লাভলু, শহীদ মিয়া, মোবারক মিয়া, চন্দনা চিশতি, হুছনা বেগম, রেখা বেগম, ফারিহা তাবাসসুম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।প্রথমপর্বে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট-এর নবগঠিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্যানেল মেয়র ও সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব তৌফিক বক্স লিপন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং শেষপর্বে নৈশ্যভোজে আপ্যায়িত করা হয়।

You might also like