তেলের দাম কমানো এখনই সম্ভব না,প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এখনই তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, কারণ আমরা আগের তেল এখনও বিক্রি করার সুযোগ পাইনি। বেশ কিছুদিন জ্বালানি কোথাও ব্যবহার হয়নি। আমরা আশা করি, এখন যদি জ্বালানির ব্যবহার বাড়াতে পারি এবং এখনকার রেট অনুযায়ী যদি জ্বালানি তেল আনতে পারি তাহলে হয়তো সরকার ভবিষ্যতে এটা বিবেচনা করবে।নসরুল হামিদ বলেন বিশ্বব্যাপী তেল এবং গ্যাসের দাম কমেছে-আমরা তো এ সুযোগটা নিতে চাই। আমাদের জ্বালানির ব্যবহারটা বাড়লে সে সুযোগটা নিতে পারি। কিন্তু ব্যবহার তো বাড়ছে না। বেশি দামে কেনা পুরোনো যে তেল রয়ে গেছে সেটা তো আগে শেষ করতে হবে।

তিনি বলেন, ‘আমি তো চাই কম দামে তেল আনতে। কম দামে তেল এনে বিদ্যুৎ উৎপাদন করা হলে উৎপাদন খরচ কম হতো। তবে আমাদের তেলের যে পরিমাণ স্টক রয়েছে সেটাকে আগে শেষ করতে হবে। স্টক শেষ করতে হলে আমাকে তেলের পাওয়ার প্ল্যান্ট চালু রাখতে হবে, যানবাহন চালু রাখতে হবে, জাহাজ চালু রাখতে হবে। কিন্তু এটা কোভিড-১৯ এর কারণে সম্ভব নয়।বাজেট বরাদ্দ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আসছে বাজেটে (২০২০-২১) বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ হাজার ৭৩৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে বিদ্যুৎ খাতে ২৭ হাজার ৫৯৭ কোটি, জ্বালানি খাতে ৩ হাজার ১৩৮ কোটি টাকা। আমরা যে বরাদ্দ চেয়েছিলাম মোটামুটি সবটাই পেতে যাচ্ছি। ৮ হাজার কোটি টাকার মতো ভর্তুকি থাকতে পারে। আসছে বছরে সঞ্চালন ও বিতরণ খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।

You might also like