দক্ষিণ ছাতক বাবুর্চি সমিতি উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দক্ষিণ ছাতক উপজেলা বাবুর্চি সমিতির উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বাবুর্চিদের মিলন মেলায় পরিনত হয়। সংগঠনের সভাপতি গীতিকার মনির উদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ তালুকদার, গীতিকার নির্মল কর জনি, গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার সম্পদক মোঃ ইব্রাহিম আলী, ফজল আহমদ চৌধুরী, প্রবাসী মো. সিরাজ মিয়া, প্রবাসী মো. মতিন মিয়া, সিলেট জেলা বাবুর্চি সমিতির সভাপতি আব্দুল কাদির খান, সহ-সভাপতি আলী আকবর, সাধারন সম্পাদক মকবুল আলী, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মো. হারুন মিয়া, সুনামগঞ্জ রন্ধন শিল্পী সমিতির সভাপতি মো. খসরু মিয়া, সাধারন সম্পাদক রঞ্জিত পাল, ছাতক বাজার বাবুর্চি সমিতির সভাপতি মো. দিলবর আলী, সাধারন সম্পাদক মিরাস আলী, দক্ষিণ ছাতক বাবুর্চি সমতির সহ-সভাপতি আলাই মিয়া, কবির মিয়া, সাধারন সম্পাদক শুকুর আলী, সহ সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. কদ্দুছ মিয়া, অর্থ সম্পাদক মো. দিলাল মিয়া, সহ অর্থ সম্পাদক মঞ্জুর আলী, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ছালাহ উদ্দিন, অফিস সম্পাদক আব্দুল হক ও ক্রীড়া সম্পাদক আশিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।বাবুর্চিদের সেবামূলক কর্মকান্ডকে একটি শিল্পের মর্যাদা দিয়ে এই পেশার সাথে জড়িত লোকদেরকে শিল্প হিসেবে স্বীকৃতি দানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান বাবুর্চি সমিতির নেতৃবৃন্দ। সভা শেষে আগামী ৫ বছরের জন্য নবগঠিত দক্ষিণ ছাতক উপজেলা বাবুর্চি সমিতির ৭৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।