দক্ষিণ সুনামগঞ্জে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ১ আহত ১০

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের গাগলি এলাকায় একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে বাসের অঞ্জাত হেলপার নিহত ও ১০ জন আহত হয়েছেন।শুক্রবার দুপুরে দিরাই থেকে ছেড়ে আসা একটি লোকাল যাত্রীবাহি বাস ৩০/৪০জন যাত্রী নিয়ে সিলেট যাওয়ার পথে দক্ষিন সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার বামপাশে খালে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলকাবাসীর সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়ছে। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। গাগলি গ্রামের এনামুল হক জানান, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খালে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনাটি ঘটে। এঘটনায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন গুলজার আলী (৪৩), জাকারিয়া (৪০), আলম মিয়া (২০) আমিনুল্লাহ (৬০) ও জয়কলস ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুর রহমান (৪৮) ।

এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থানরত দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসটি দিরাই থেকে সিলেট যাওয়ার পথে গাগলি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে এ হতাহতের ঘটনাটি ঘটে।এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ ষানার ওসি কাজি মো. মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like