দক্ষিণ সুনামগঞ্জ বজ্রপাতে নিহত ১, আহত ৩

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওাে মাছধরা অবস্থায় বজ্রপাতে একজন নিহত এবং আরো তিন ‘জন আহত হয়েছেন।রবিবার সকাওে উপজেলার দেখার হাওরে এ র্দূঘটনাটি ঘটে।এতে মিঠুমিয়া (২৮) নামে একজন ঘটনা স্থলেই নিহত হয়েছেন।তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে।এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুলহক (২০),আবুমিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আঃ কাইয়ুমের ছেলে আঃআজিজ (২০)।আহত আব্দুল আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৈতক ৫০ শয্যাহাস পাতালে ভর্তি করা হয়েছে।অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।স্থানীয় সুত্রে জানাযায়,রবিবার সকালে নিত্যদিনের মত মাছ ধরতে হাওরে যান তারা।হাওওে যাওয়ার পর আবহাওয়া অনুকূলে না থাকায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা।হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলেই মিঠু মিয়া মারাযান।বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন।আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদেও সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়।এ ব্যাপাওে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী মুক্তাদির জানান,বজ্রপাতে ১ব্যক্তি নিহত ও ৩ জন আহত হওয়ার খবর আমি জেনেছি।

You might also like