দক্ষিণ সুরমাকে নান্দনিকতায় রূপান্তরণে আমি সচেষ্ঠ-এমপি হাবিব

সত্যবাণী
সিলেট অফিসঃ নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলাকে নান্দনিকতায় রূপান্তরিত করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। কিন্তু সবকিছুর পরে দক্ষিণ সুরমার সম্মানীত নাগরিকদের সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে আমাকে সহযোগিতা দিতে উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে “সদর দক্ষিণ” নামে নামকরণ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নির্মাণকাজ দ্রুততার সাথে শুরু করার ব্যাপারে আমি আন্তরিক। ইনশাল্লাহ, শিগগির আপনারা এগুলোসহ আরো উন্নয়ন কর্মকান্ডের সুখবর পাবেন।’
গত (১৬ জানুয়ারি) মঙ্গলবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁওস্থ বাসভবনে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন।
দ্বিতীয়বারের মতো সিলেট-৩ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এমপি হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন ও সৌজন্য সাক্ষাৎ করতে যান। এমপি হাবিব নাগরিক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।
এ সময় ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডহক কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র মোঃ আজম খান, সিনিয়র সদস্য সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ, সমাজসেবী আলহাজ্ব ফরিদুর রহমান, সমাজসেবী শাহ মোঃ নোয়াব আলী, সমাজসেবী আলহাজ্ব আব্দুস ছত্তার, সমাজসেবী শেখ মোঃ লায়েক মিয়া, সমাজসেবী ছয়েফ খান, সমাজসেবী নুরুল ইসলাম সুমন, সেলিম আহমদ শেমীম, সাংবাদিক এমএ মালেক, সমাজসেবী হাজী ফুল মিয়া, এডভোকেট মামুন হোসেন, সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক জুমান আহমদ, সাংবাদিক মোঃ সানোয়ার আলী, সাংবাদিক সাদিকুর রহমান সোহেল, সাংবাদিক ইসমাইল আলী টিপু, সাংবাদিক এমরান ফয়সল, সাংবাদিক শামীম আহমদ তালুকদার, সাংবাদিক আবু বক্কর তালুকদার, সমাজকর্মী নুরুল ইসলাম প্রমুখ।

You might also like