দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের মুছারগাঁও গ্রামের বাসিন্দা, মুছারগাঁও হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদের মোতাওয়াল্লী, ওয়ার্ড আ’লীগের সিনিয়র সদস্য, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজেউন)। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য সহযোদ্ধা ও শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার রাত ৮ টায় হযরত শাহ মঞ্জুর (রহ.) জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজকর্মীসহ নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।এরআগে, বুধবার বেলা ৪ টায় দেশের এই কীর্তিমান বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।এদিকে, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি আবদুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক জমির আলী বেপারী। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।