দক্ষিণ সুরমায় স্বাধীনতা দিবস উদযাপন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সারাদেশের ন্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান,২৬ মার্চ রোববার সুর্যোদয়ের সাথে সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নুসরাত লায়লা নীরার নেতৃত্বে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, এসএমপি’র দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা প্রশাসন, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স, আ’লীগ, যুবলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান।
এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, মোগলাবাজার থানার ওসি রেজাউল করিম। এরআগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাঈল আলী টিপু, দফতর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, সদস্য নোমানুল ইসলাম ইমরান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like