দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

নিউজ ডেস্ক
সত্যবাণী

দক্ষিণ সুরমা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দক্ষিণ সুরমায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে জ্যুমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে। এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা পিপিএম, লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় জানানো হয়, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

You might also like