দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিলো, সুর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, যুব ঋণ ও পুরস্কার বিতরণ, উপজেলা মডেল মসজিদে বিশেষ দোয়া এবং মঞ্জলাল মুকিতিয়া এতিমখানা ও কমপ্লেক্সে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, সকালে দক্ষিণ সুরমা উপজেলা সদর দপ্তরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স, দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর।উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, আমার জন্ম ১৯৭১ সালের পর, কিন্তু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বাড়িতে গেলে এখনও খুঁজে বেড়াই বঙ্গবন্ধুকে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকান্ডে জড়িত ছিল জিয়াউর রহমান, খন্দকার মুশতাকসহ এদেশীয় মীর জাফররা। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে, স্বাধীন সার্বভৌমত্ব দেশে পাকিস্তানি ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করতো না।তিনি আরো বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন অপশক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না। সুখী-সমৃদ্ধ দেশ গঠনে আগামীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সর্বক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাই সুষ্টু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
ইউএনও নূসরাত লায়লা নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা পিপিএম, মোগলাবাজার থানার ওসি মাইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঈনুল আহসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁঁধন কান্তি সরকার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য আবু বক্করসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ইউনুস আলী। গীতা পাঠ করেন রেবতী রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।