দক্ষিণ সুরমা থেকে ১১ জুয়াড়ী গ্রেফতার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ এসএমপি’র দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১১ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ জুলাই শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান,গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার স্টেশন রোড সংলগ্ন জিঞ্জিরশাহ মাজার এলাকায়, ক্বিনব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা থানার ভার্থখলার হারুন মিয়ার পুত্র সোহাগ মিয়া (২২), চাঁদনীঘাট এলাকার মৃত ময়না মিয়ার পুত্র সালেক মিয়া (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা কল্যাণপুর বর্তমানে দক্ষিণ সুরমা থানার কদমতলী মেটাল প্লাস এলাকার মৃত মকছেদ সরদারের পুত্র আমিরুল ইসলাম (৪০), দক্ষিণ সুরমা থানার বাহাপুরের মৃত রইছ আলীর পুত্র সুজন মিয়া (৪০), সুনামগঞ্জের শাল্লা থানার আনন্দপুর বর্তমানে দক্ষিণ সুরমা থানার মুছারগাঁও সাউথ সুরমা সিএনজি পাম্পের পাশে তাজুল মিয়ার কলোনীর বাসিন্দা মৃত ননী গোপাল রায়ের পুত্র রণ রায় (৩৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের বর্তমানে সিলেট নগরির জেলরোডের মুর্শেদের বাড়ির বাসিন্দা ইছাক আলীর পুত্র আলম (২৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রফিপুরের রুয়াব আলীর পুত্র খালেদ আহমদ (২৬), রফিপুরের ওয়ারিছ আলীর পুত্র রাজন মিয়া (২০), সিলেটের ওসমানীনগর উপজেলার মজিদপুরের মৃত সাজিদ উল্লাহ’র পুত্র আব্দুল কালাম (৪৭), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বর্তমানে শাহপরান (রহঃ) থানার বালুচর নিবাসি মহেশ সূত্রধরের পুত্র সজল সূত্রধর (৩৮) এবং দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার বীরেন্দ্র পালের পুত্র নিখিল পাল (৪৫)। এদেরকে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।