দলে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না: কাদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কোন অবস্থাতেই দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না।শনিবার (০৩ অক্টোবর) বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরতে করেন তিনি।ওবায়দুল কাদের বলেন,দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়েন, সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। কোন অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না।তিনি বলেন, কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে ‘মাই ম্যান কমিটি’ গঠন করা যাবে না। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের।