দিরাইয়ে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ ও জাল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দিরাই থেকে সংবাদদাতা জানান, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দিরাই বাজারে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, দিরাই থানার এসআই আব্দুস সাত্তারসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

You might also like