দিরাইয়ে আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটিতে ত্যাগী নেতাদের বাদ নিয়ে সুবিধাবাদিদের অর্ন্তভূক্ত করে যে প্রস্তুতি কমিটি করা হয়েছে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে দিরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামবেশ শেষে সভাপতির বাসভবণে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা ধনীর রঞ্জন রায়, মুক্তিযোদ্ধা মঙ্গলা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগ নেতা শাহ আলম সরদার, রুবেল সরদার সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা বলেন, দলের গঠনতন্ত্র তোয়াক্কা না করে অবৈধ ও অগঠনতান্ত্রিক ভাবে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে যে সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে তা জেলা কমিটির গুটিকয়েজনের স্বার্থ হাসিলের মূল উদ্দেশ্য।আমাদের নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরোধিতাকারী,গত জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তের বিরোধিতাকারী স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন রেজু মিয়ার নিজ বলয়ের লোকদের ঐ প্রস্তুতি কমিটিতে অর্ন্তভূক্ত করে সুবিধাবাদীদের নিয়ে জেলা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক নিজেদের স্বার্থ হাসিলের হীন উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের ত্যাগী ও পরিক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। অনতিবিলম্বে এই অবৈধ প্রস্তুতি কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের লড়াকু মুজিব আদর্শের সৈনিকদেরকে অর্ন্তভূক্ত করতে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।