দিরাইয়ে কলেজ ছাত্রী নির্যাতন মামলার প্রধান আসামি শহীদ মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাইয়ে চলন্তবাসে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়াকে আদালতে হাজির করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজেশ বড়ুয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালত । গত ২ জানুয়ারি ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের পর তাকে সি আইডির প্রধান কার্যালয়ে নিয়ে যায়। রবিবার রাতে তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে সিআইডি। আজ সোমবার দুপুরে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ।
উল্লেখ্য ২৭ ডিসেম্বর সিলেটের লামাকাজী এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই ফেরার পথে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় চলন্ত বাসে বাসের চালক,হেলপার ও ভাড়া সংগ্রাহক ধারা নির্যাতনের স্বীকার হয় কলেজ ছাত্রী।পরে ওই ছাত্রী আত্মরক্ষায় বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কম প্লেক্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। রিমান্ডের বিষয় নিশ্চিত করেছেন সি এস আই মো: সেলিম নেওয়াজ।