দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি বাতিল করলেন জনস্বাস্থ্যের পরিচালক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পোশাক ও মোবাইল ফোন নিয়ে দেওয়া নির্দেশনাটি বাতিল করে ক্ষমা চেয়েছেন জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নতুন এক বিজ্ঞপ্তিতে আগের নির্দেশনা বাতিলের কথা জানান তিনি। এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে জনস্বাস্থ্যের পরিচালককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

নতুন বিজ্ঞপ্তিতে আব্দুর রহিম বলেন, উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে অনিচ্ছাকৃত এই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখপ্রকাশ করছি। সেই সাথে গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না বলে প্রতিজ্ঞা করছি।গত ২৮ অক্টোবর আইপিএইচ পরিচালক রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মোবাইল ফোন সাইলেন্টন বা বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন।

You might also like