দুই মামলায় তৈমুরের নির্বাচনী সমন্বয়ক রবিকে গ্রেপ্তার দেখাল পুলিশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনি সমন্বয়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।মনিরুল ইসলাম রবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।স্বতন্ত্র প্রার্থী তৈমূরের নির্বাচনি সমন্বয়ককে গ্রেফতারের বিষয়ে অধিকারকে তিনি বলেন, ‘আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি, যার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তার মধ্যে দুটি মামলায় তিনি জামিন নেননি। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই ওই অভিযান পরিচালনা করা হয়েছে।’
এসপি জানান, আসামির বিরুদ্ধে ২০২১ সালের ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের হয়। মামলা দুটির নম্বর যথাক্রমে ৩৩ ও ৩৪। ওই দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও নাশকতার দায়ে ২০১৮ সালের ৬ ও ৭ নভেম্বর তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুটি মামলা রুজু হয়েছিল। ওই দুই মামলায় তার জামিন ছিল।এ দিকে, মনিরুল ইসলাম রবির গ্রেফতার প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার অধিকারকে বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আমার নির্বাচনি সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে পুলিশ গ্রেফতার করেছে। সে পোলিং এজেন্ট নিয়ে আমার জন্য কাজ করছিল, সেই পোলিং এজেন্টদের নামের তালিকাসহ তারা তাকে ধরে নিয়ে গেছে। এর আগেও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’