দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি সজীব ওয়াজেদ জয়ের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাম্প্রদায়িকতার হুমকি নির্মূল করার শপথ নিয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।জয় শনিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, এই পূজা অশুভ শক্তির অবসান ঘটাক এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজে মানুষকে সমৃদ্ধ করুক।
তিনি আওয়ামী লীগের নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও পুনর্ব্যক্ত করে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’।সব শেষে জয় লিখেন, ‘সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।’

You might also like