দুর্ভোগকবলিত শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের শীতবস্ত্র বিতরণ
সত্যবাণী
সিলেট অফিসঃ কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল উপজেলায় শীতার্ত চা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা জানান, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ফুলছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের মাঝে ৫০০ পিস কম্বল বিতরণ করেন।
‘এ সময় মন্ত্রী বলেন, চা জনগোষ্ঠী আমাকে ভোট দিয়ে এ পর্যন্ত ৭ বার এমপি বানিয়েছেন। ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। আপনারা আমাকে ভালোবাসা, ভোট ও দোয়া দিয়েছেন ।’
কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, মন্ত্রীর কন্যা উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গলের ইউএনও মো. আবু তালেবসহ আ’ লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বড়লেখায় শীতবস্ত্র বিতরণ
গত কয়েকদিন থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে সবচেয়ে দুর্ভোগে আছেন নিম্নআয়ের মানুষজন। দুর্ভোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বড়লেখার ইউএনও নাজরাতুন নাঈম উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দিনমজুর, দলিত সম্প্রদায় ও ছিন্নমূল অসহায় মানুষ খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দেন। বড়লেখা থেকে সংবাদদাতা জানান, এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বড়লেখায় ৫,৭২০টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এগুলো ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এর মধ্য থেকে কিছু কম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, দিনমজুর, দলিত সম্প্রদায় ও ছিন্নমূল অসহায় মানুষের হাতে সরাসারি পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বড়লেখা পৌর শহর, দাসেরবাজার, চান্দগ্রামসহ বিভিন্ন বাজার ঘুরে নিম্নআয়ের ২৫জন মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছেন ইউএনও।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
বাসদ জেলা শাখার শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরির আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জাহেদ আহমদ, শফিকুল ইসলাম কাজল, তুহিন আহমদ, মিন্টু যাদব, মালেক আহমদ প্রমূখ।