দুর্যোগ মূহুর্তে সাংবাদিকরা মানুষের পাশে দাঁড়ান :আজম খান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান বলেছেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের কল্যাণে অবদান রাখছেন শুধু তাই নয় তাঁরা বিভিন্ন দুর্যোগ মূহুর্তেও মানুষের পাশে দাঁড়ান। তার বাস্তব প্রমাণ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ।তিনি বলেন, বিগত বন্যায়ও এই প্রেসক্লাব নেতৃবৃন্দ ত্রাণ নিয়ে মানুষের দরোজায় দরোজায় গিয়েছেন, আজ শীতার্তদের মধ্যেও তাঁরা শীতবস্ত্র তুলে দিচ্ছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।৪ জানুয়ারি বুধবার বিকেলে নগরির স্টেশন রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ৬’শ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বন্ধন সামাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সহ-সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সংবাদকর্মী সুমন খান ও নুমানুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে কয়েকজন শীতার্ত শিশুকে শীতবস্ত্র দেয়ার পাশাপাশি দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের হাতে নিজ নিজ ইউনিয়নে বিতরণের জন্য শীতবস্ত্র তুলে দেয়া হয়।উল্লেখ্য, নামপ্রকাশে অনিচ্ছুক মানব হিতৈষী এক ব্যক্তির সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

You might also like